দোয়া পাঠ:২

২১।
দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়া 
[ সূরা বাকারা, ২ : ২০১ ]
رَبَّنَاۤ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ
 حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ 
হে আমাদের রব, আমাদেরকে 
দুনিয়াতে কল্যাণ দিন। আর 
আখিরাতেও কল্যাণ দিন এবং 
আমাদেরকে আগুনের আযাব
 থেকে রক্ষা করুন।

২২।
মুসলমান হিসেবে মৃত্যু এবং 
নেককারদের অন্তর্ভুক্তির দু'আ 
[ সূরা ইউসুফ, ১২ : ১০১ ]
فَاطِرَ السَّمٰوَتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا 
وَالْاٰخِرَةِ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ 
হে আসমানসমূহ ও যমীনের স্রষ্টা, 
দুনিয়া ও আখিরাতে আপনিই আমার
 অভিভাবক, আমাকে মুসলিম 
অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের
সাথে আমাকে যুক্ত করুন।

২৩।
জাহান্নামের আযাব হতে আশ্রয় চাওয়া
 [ সূরা ফুরকান, ২৫ : ৬৫-৬৬ ]
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ 
جَهَنَّمَ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا 
۞ اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ۞
হে আমাদের রব, তুমি 
আমাদের থেকে জাহান্নামের 
আযাব ফিরিয়ে নাও। নিশ্চয় এর 
আযাব হল অবিচ্ছিন্ন। নিশ্চয় তা 
অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে
 অত্যন্ত নিকৃষ্ট।



২৪।

দু'আ: পুনরুত্থান দিবসের লাঞ্ছনা 
হতে আশ্রয় প্রার্থনা 
[ সূরা শুআ’রা, ২৬ : ৮৭-৮৯ ]
لَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَ 
 يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَ
 اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍ 
যেদিন পুনরুত্থিত করা হবে 
সেদিন আমাকে লাঞ্ছিত করবেন
 না। যেদিন ধন-সম্পদ ও সন্তান-
সন্ততি কোন কাজে আসবে না; 
সেদিন উপকৃত হবে কেবল সেই;
 যে আল্লাহর নিকট সুস্থ অন্তঃকরণ
 নিয়ে উপস্থিত হবে।

২৫।


দু'আ: ক্ষমা এবং জান্নাত প্রার্থনা আর জাহান্নাম হতে আশ্রয় চাওয়ার দু'আ [ সূরা মু’মিন, ৪০ : ৭-৯ ]

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ ۞ رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰاتِ عَدْنٍ الَّتِىْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآئِهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيمُ ۞ وَقِهِمُ السَّيِّاٰتِ وَمَنْ تَقِ السَّيِّاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهٗ وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ ۞

হে আমাদের রব, আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যপ্ত করে রয়েছেন। অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আর জাহান্নামের আযাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন। হে আমাদের রব, আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন। আর তাদের পিতা-মাতা, পতি-পত্নি ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আর আপনি তাদের অপরাধের আযাব হতে রক্ষা করুন এবং সেদিন আপনি যাকে অপরাধের আযাব থেকে রক্ষা করবেন, অবশ্যই তাকে অনুগ্রহ করবেন। আর এটিই মহাসাফল্য।


২৬।
দু'আ: যালিম হতে আশ্রয় ও 
জান্নাত চাওয়ার দু'আ
 [ সূরা তাহরীম, ৬৬ : ১১ ]
رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَنَّةِ
 وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ
 وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ 
হে আমার রব, আপনার কাছে
 আমার জন্য জান্নাতে একটি 
বাড়ি নির্মাণ করুন এবং আমাকে
 ফির‘আউন ও তার কর্ম হতে 
নাজাত দিন, আর আমাকে 
নাজাত দিন যালিম সম্প্রদায় হতে।

২৭।








Previous Post Next Post

Contact Form